ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে ওসমানীনগর উপজেলা দল ফাইনালে উঠেছে।
বুধবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ওসমানীনগর উপজেলা দল টাইব্রেকারে ২-০ গোলে দক্ষিণ সুরমা উপজেলা দলকে পরাজিত করে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম খেলা উপভোগ করেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথ উপজেলা দল ও ওসমানীনগর উপজেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply