মতিউর রহমান মুন্না, গ্রিস : জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করে গ্রিসে ভার্চুয়াল মাধ্যমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন গ্রিস শাখা সোমবার এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুমিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনি, গ্রিস জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি তাইজুল ফয়েজ ও ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রিস শাখার সভাপতি জাকির হোসাইন চৌধুরীসহ অন্যরা।
Leave a Reply