সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সাংসদ আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড মো সালেহ উদ্দিন এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারা বলেন, ‘আবুল মাল আবদুল মুহিত বর্ণিল জীবনের অধিকারী ছিলেন। ভাষার জন্য বাঙালির আন্দোলন, মুক্তির সংগ্রাম সবকিছুতেই তিনি ভূমিকা রাখেন। বাংলাদেশের অর্থনীতিতে দৃঢ় ভিত্তি দিতে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। সর্বোচ্চ বাজেট পেশের রেকর্ডধারী মুহিতের মৃত্যুতে দেশ ও জাতি বরেণ্য একজন মানুষকে হারালো।’
তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply