নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের দু’বারের সংসদ সদস্য, মহান ভাষাসংগ্রামী আবুল মাল আব্দুল মুহিতকে আগামীকাল রবিবার বাদ জোহর সিলেট মহানগরীর মিরাবাজারে ডেপুটি বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
শনিবার দুপুরে মহানগরীর হাফিজ কমপ্লেক্সে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভায় দাফন সহ অন্যান্য কর্মসূচি নির্ধারণ করা হয়।
সভায় গৃহীত কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় ঢাকা থেকে সড়কপথে মরদেহ নিয়ে স্বজনরা রওয়ানা হবেন। সিলেট পৌঁছবেন রাতে। রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মরদেহ রাখা হবে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে। এরপর দুপুর ২টায় সরকারি আলিয়া মাদরাসা ময়দানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগ দু’দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।
যৌথ সভায় সভাপতিত্ব করেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
সভায় মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply