বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিতের প্রতি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস, রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক ও পরিচালক (অর্থ) শামস এলাহী রাসেলসহ কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সময় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও এক শোকবার্তায় ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা মোহাম্মদ আফজল মিয়া ও উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেছেন, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে হারালো, যার শূন্যস্থান কখনও পুরণ হবে না। সিলেট তথা বাংলাদেশের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply