নিজস্ব প্রতিবেদক : সিলেটে সর্বজন শ্রদ্ধেয় আলেম জামিয়া ক্বাসিমুল উলুম দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লহি আলাইহির মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়ার নামাজে জানাজায় শোকাহত মানুষের ঢল নেমেছিল।
মঙ্গলবার সকাল ১১টায় ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে প্রখ্যাত এই আলেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে সববয়সের অগণিত মানুষ নির্ধারিত সময়ের বেশ আগেই অবস্থান গ্রহণ করেন।
মুফতি আবুল কালাম যাকারিয়ার নামাজে জানাজায় সিলেটের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও আলেম সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
নামাজে জানাজা শেষে ধর্মপ্রাণ-প্রজ্ঞাবান এই মানুষকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা কবরস্থানে সমাহিত করা হয়।
অত্যন্ত জনপ্রিয় এই আলেম সোমবার বিকেল পৌণে ৫টার দিকে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও অনুসারী রেখে গেছেন।
Leave a Reply