সিলেট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বলেছেন, স্বাধীনতার চার দশক পরেও যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কর্নেল তাহের হত্যার বিচার হয়েছে। মুনির-তপন-জুয়েল হত্যার বিচারও এদেশের মাটিতে হবে।
শহীদ মুনির-তপন-জুয়েল স্মরণে রবিবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে জাসদ আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট লুৎফুর রহমান মুনির-তপন-জুয়েল হত্যা মামলাটি পুনঃতদন্ত পূর্বক খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে।
তিনি বলেন, যুদ্ধাপরাধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হবে।
অন্যান্য বক্তা বলেন, ঘাতক জামাত-শিবির চক্রের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া ও তার সহযোগীদের রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়ণের মধ্য দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার আলোক গড়ে তুলতে শহীদ মুনির-তপন-জুয়েল এদেশের নতুন প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে।
জাসদের মহানগর সমন্বয়ক মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও জেলা জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় স্মরণসভায় শহীদ মুনির-তপন-জুয়েল ও রংপুর মেডিকেল কলেজ শাখার ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব সহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের জেলা সম্পাদক কমরেড ধীরেন সিং, ন্যাপের মহানগর সভাপতি ইসহাক আলী, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ইন্দ্রানী সেন শম্পা, জেলা বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, মহানগর জাসদ নেতা রুমায়ুন কবীর সিদ্দিকী, শহীদ তপন জ্যোতি দের ভাই প্রবীর দে, শহীদ এনামুল হক জুয়েলের ভাতিজা তাওহীদ এলাহী প্রমুখ।
Leave a Reply