হবিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের দ্বিতীয় পর্যায়ে হবিগঞ্জের ৯টি উপজেলায় আরো ৩৫৫টি পাকা ঘর দেওয়া হচ্ছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রথম পর্যায়ে জেলায় ৭৮৭টি পরিবারকে ঘর দেওয়া হয়। প্রধানমন্ত্রী গত ২৩ জানুয়ারি উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের সূচনা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হবিগঞ্জে বরাদ্দকৃত ঘরের সংখ্যা ১ হাজার ১৪২। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় বরাদ্দ ১ লাখ ৯০ হাজার টাকা। জেলায় দ্বিতীয় পর্যায়ে উপজেলা ভিত্তিক গৃহের সংখ্যা হলো, আজমিরীগঞ্জে ৩০, চুনারুঘাটে ৪০, নবীগঞ্জে ৬০, বানিয়াচংয়ে ৭০, বাহুবলে ৭৩, মাধবপুরে ৩০, লাখাইয়ে ৭, শায়েস্তাগঞ্জে ১৫ ও হবিগঞ্জ সদরে ৩০।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন।
এদিকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে অসহায় পরিবারের মানুষরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Leave a Reply