হবিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের ৯টি উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৭৮৭টি পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বসতঘর পাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানান।
তিনি আরো জানান, ইতোমধ্যে অধিকাংশ ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত থাকবেন।
আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে জেলার সকল উপজেলায় ঘর হস্তান্তর সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।
Leave a Reply