হবিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নে উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় তিনি বলেন, মুজিববর্ষ পালন সেই দিনই সফল হবে যেদিন এদেশের নতুন প্রজন্ম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকীকে মহিমান্বিত করতে শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও নানা কর্মসূচি পালন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু।
এরপর প্রতিমন্ত্রী উপজেলার ২৪৫ জন ভাতাভোগীর হাতে চেক তুলে দেন।
এ সময় জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।
Leave a Reply