উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাসব্যাপী ই সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সহযোগিতায় রবিবার সকালে কেক কেটে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো সরওয়ার শিকদার, পানিউমদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। দীঘলবাঁক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুনসুর আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লিটন রানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার রুহুল কুদ্দুস।
Leave a Reply