জকিগঞ্জ প্রতিনিধি : ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এ স্লোগানকে সামনে রেখে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ বৃক্ষরোপণ করেছে।
বৃহস্পতিবার জকিগঞ্জ পৌর ভবন প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়।
এসময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, উপজেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি নূরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ইমন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা তামিম আহমদ রাফে, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সাকিব প্রমুখ।
Leave a Reply