NEWSHEAD

মুজিববর্ষ উদযাপনে সিলেট জেলা প্রেসক্লাবের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

Published: 26. Dec. 2019 | Thursday

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ বর্ণিল আয়োজনে সিলেট জেলা প্রেসক্লাব উদযাপন করবে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আল আজাদ ও আজিজ আহমদ সেলিম, বর্তমান জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য সৈয়দ রফিকুল ইসলাম সুজন, আলী আকবর কোহিনূর, সুব্রত দাস, শাহীন আহমদ, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, সিনিয়র রিপোর্টার হাসিনা বেগম, দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সিলেট ভয়েসের সম্পাদক সৈয়দ রাসেল, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, সিলেট বেতারের সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ইয়াহিয়া মারুফ, দৈনিক আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আবদুল আহাদ, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুলতান আহমদ, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার দিব্যজ্যোতি সী ও দৈনিক খোলা কাগজের সিলেট প্রতিনিধি নিজামুল হক লিটন।
প্রস্তুতিসভায় মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ ও মুজিববর্ষ উদযাপন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা