সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ ও কোরানে অগ্নিসংযোগ এবং মুজিববর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন ইসলামি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক পয়েন্টে এসে জড়ো হয়।
পরে সুনামগঞ্জ মদনিয়া মাদরাসার মুহতামিম আব্দুল বছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা নূরুল ইসলাম খান, মাওলানা আনোয়ারুল হোসাইন, আনোয়ার হোসেন লস্কর, ইমাম মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা আব্দুল হক, মাওলানা আবু সাইয়িদ ও মাওলানা মহিবুল হক আজাদ।
নেতৃবৃন্দ কওমি মাদরাসার স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
তারা বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন। তার কন্যা শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ মানুষ।
বক্তারা মুজিববর্ষ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান। তবে এই আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদির আগমনের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন।
Leave a Reply