মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাইমুনা টেলিভিশন ফুটবল টুর্নামেন্টে ধর্মঘর স্বাগতিক ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকলে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল ১-০ গোলে বৈষ্টবপুর লিলি ফুটবল ক্লাবকে হারায়।
খেলা শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো মোছাব্বির হোসেন বেলাল প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আপন মিয়া ও ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহামেদ পারুল।
টুনার্মেন্টে মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে।
Leave a Reply