হবিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সুজাতপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই আসবাবপত্র বিতরণ করেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আব্দুল হাদি শাহপরান, জেলা আওয়ামী লীগ নেতা তজম্মুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ব্যারিস্টার ইলিয়াস আক্তার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম।
সাংসদ অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান পরে ইকরাম বাজারে স্যানিটেশন কার্যক্রমের উদ্বোধন ও পৈলারকান্দি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
Leave a Reply