মুজিববর্ষ উপলক্ষে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির ইউনিয়নের চান্দাইয়ে এজি ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে মরহুম পীর আব্দুর রশিদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমদ। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি।
এজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকর্মী আদনান খান হেলাল, তফুর মিয়া, ছোবা মিয়া, তেরা মিয়া, কুতুব মিয়া, আব্দুল খালিক ও হাফিজ আব্দুর রব।
অনুষ্ঠানে দু শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ বদর উদ্দিন আহমদ কামরানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়ও মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, হাফিজ মাওলানা শমসের আলী।
Leave a Reply