তাহিরপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবীর বিন আনোয়ার বৃক্ষরোপণ করেছেন।
পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিয়ান হাওর বেড়িবাঁধের টাকাটুকিয়া অংশে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমান, তাহিরপুর থানার ওসি মো আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার ও উপ সহকারী প্রকৌশলী এমরান হোসেন।
Leave a Reply