মুজিববর্ষকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড আনন্দ শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার সকালে মহানগরীর ক্বিনব্রিজ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবনে এসে শেষ হয়।
সেখানে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী ও বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস।
Leave a Reply