নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির সদস্য রিদওয়ান হোসেন সুমন মুখ খুলছেনা। পুলিশের একটি সূত্র এ কথা জানিয়েছে।
বিশ্বনাথ থানা পুলিশ বুধবার বেলা ২টার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হরিপুর মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বাড়ি ঐ গ্রামে। রিদওয়ান হোসেন সুমন এর আগে ২০০৯ সালে ও ২০১১ সালে আরো দুইবার গ্রেফতার হয়। পরে আদালত থেকে জামিনে মুক্তি পায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরো জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে সে মুখ খুলছেনা। উল্টা-পাল্টা কথা বলছে।
রিদওয়ান হোসেন সুমন সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়লেখা শেষ করে। তখন থেকেই সে হিজবুত তাহরিরে সাথে যুক্ত বলে পুলিশ ধারণা করছে।
Leave a Reply