সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ বলেছেন, দেশের চলমান সাম্প্রদায়িক সংঘাত ও নিরীহ সাঁওতাল পল্লীতে হামলা সহ দেশ বিরোধী চক্রের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে জাতিকে উজ্জীবিত করার একমাত্র সমন্বিত শক্তি হলো সংস্কৃতিকর্মীরা। সাংস্কৃতিক আন্দোলনই পারে বাঙালির হাজার বছরের সৌহার্দ্য বাঁচিয়ে রাখতে। সাম্প্রদায়িকতা ও কুপমণ্ডুকতার বিরুদ্ধে যখন দেশের প্রগতিশীল আন্দোলন বেগবান হচ্ছে ঠিক তখনই মুখোশধারী একটি চক্র সাংস্কৃতিক জোট বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এটা কেবল গঠনতন্ত্র বিরোধীই নয়-এটা সন্ত্রাসী মৌলবাদী চক্রের হাতকে শক্তিশালী করারও শামিল।
তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সকল সচেতন সংস্কৃতিকর্মীকে জোট বিরোধী এই অপতৎপরতার সমুচিৎ জবাব দিতে আহ্বান জানান।
শনিবার দুপুরে মহানগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের এক জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি নাজনীন হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান আরিফ ও সহ সভাপতি ঝুনা চৌধুরী।
নেতৃবৃন্দ অপতৎপরতার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটে ভাঙন ধরানোর চেষ্টা মানেই সন্ত্রাস-সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া এবং বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রায় আঘাত করা। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার মধ্য দিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিমের পরিচালনায় জরুরি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফ রহমান, রানা কুমার সিনহা, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, বিধুভূষণ ভট্টাচার্য, শামসুল বাসিত শেরো, বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন, আফজাল হোসেইন, নীলাঞ্জন দাশ টুকু, ডা নাজরা চৌধুরী, গৌতম চক্রবর্তী, অনিমেশ বিজয় চৌধুরী, শাহাদাত বখত শাহেদ, আবিদ ফায়সাল, নীলাঞ্জনা দাশ জুঁই, ইকবাল সাঁই, মুফতি আব্দুল খাবির, মুহিতুর রহমান রনি, অমিত ত্রিবেদী, সৈয়দ সাইমুম আনজুম ইভান, আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।
Leave a Reply