নিজস্ব প্রতিবেদক : ভারতীয় হাই কমিশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে স্কলারশিপ স্কিম চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ভারতীয় হাইকমিশনার ড আদর্শ সাইকিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
Leave a Reply