নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এবারো বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এই বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড নেতৃবৃন্দও বিজয় শোভাযাত্রায় যোগ দেন।
বিজয় শোভাযাত্রাটি মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের জেলা সভাপতি সালাউদ্দিন পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা মুক্তিযো্দ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল প্রমুখ।
Leave a Reply