নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকার মুক্তিযোদ্ধা সংসদ গলিতে অগ্নিকাণ্ডে মঙ্গলবার ৮টি ছাপাখানা সহ ১০টি দোকান পুড়ে গেছে। অন্য ২টি দোকানের একটি চশমার দোকান এবং অন্যটি খাবারের দোকান। অনুমান করা হচ্ছে, শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটেছে।
মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুল জানান, সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি দাবি করেছেন, তাদের ছাপার মেশিং, কাটিং মেশিন, কম্পিউটার, মুদ্রিত নির্বাচনী পোস্টার, আসবাবপত্র ও ঘর পুড়ে গিয়ে এক কোটি টাকার বেশি ক্ষতি সাধিত হয়েছে।
মেহেদী কাবুল আরও জানান, সোমবার জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হওয়ায় প্রতিটি প্রেসে সারারাত পোস্টার ছাপানো হয়।
অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মী মো আনিসুর রহমান চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকার মধ্যে হবে।
সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব মুক্তিযোদ্ধা সংসদ গলি এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টি নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।
এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
Leave a Reply