নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক কমান্ডার ও সিলেট জেলা কমান্ডের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো বাদশা মিয়া আর নেই।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দেশমাতৃকার এই সূর্যসন্তানের জীবনাবসান হয়েছে (ইন্নালিল্লাহি…রাজেউন)।
মাগরিবের নামাজ আদায়ের পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে মহানগরীর টেকনিক্যাল রোডের সাধুরবাজার বাসা থেকে তাকে অচেতন অবস্থায় তেলিহাওরে পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে মো বাদশা মিয়ার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৯ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীসহ বিপুল সংখ্যক সহযোদ্ধা রেখে গেছেন।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ মহানগরীর জিন্দবাজারে মুক্তিযোদ্ধা ভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে রাখা হবে।
খোজারখলা জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর প্রথম নামাজে জানাজা এবং দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বদিকোনায় তার নিজ বাড়িতে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা শেষে এই বীরকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
মো বাদশা মিয়া মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের অন্তর্গত কৈলাসর সাব-সেক্টরের অধীনে অংশ নেন। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সহ সংলগ্ন এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেন। কমলগঞ্জ উপজেলার হোসনাবাদের যুদ্ধে তিনি গুরুতর আহত হন। তার মাথায় গুলি লাগে। মাথার সেই ক্ষতচিহ্ন দৃশ্যমান ছিল।
বীর মুক্তিযোদ্ধা মো বাদশা মিয়ার জীবনাবসানে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত বর্মন গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের আহবায়ক মো তুরণ মিয়া, যুগ্ম আহবায়ক শেখ মো মকন মিয়া, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো মঈনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো সাইফুল আলম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো আজম খান এবং সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরও এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
Leave a Reply