মুক্তিযোদ্ধা সংগীত শিল্পী আব্দুল জব্বারের কিডনি ও হার্টের ভাল্ব নষ্ট হয়ে যাওয়ায় তিনি বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের-বিএসএমএমইউ নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তার উন্নত চিকিৎসার জন্য আনুমানিক ৮০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা প্রয়োজন হতে পারে; কিন্তু তার পক্ষে এ টাকা যোগান দেয়া সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।
তার আহবানে সাড়া দিয়ে দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ কর্তৃপক্ষ শনিবার তাকে পাঁচ লাখ টাকা দিয়েছে।
মোহাম্মদ আব্দুল জব্বারের হাতে চেক তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) এস এম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মো ফিরোজ আলম ও রাইজিং বিডির ফিচার সম্পাদক তাপস রায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মোহাম্মদ আব্দুল জব্বারের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
স্বাধীনতা যুদ্ধের সময় এই গুণী শিল্পী বিভিন্ন শিবিরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। মুম্বাইয়ে ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরিতে নিরলসভাবে কাজ করে যান।
তিনি স্বাধীনতা পদক ও একুশে পদক সহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন।
Leave a Reply