NATIONAL
Importance should be given to artificial insemination in fish production : Director General of Fisheries Department
সংবাদ সংক্ষেপ
জুলাই অভ্যুত্থান ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনেরই যৌক্তিক পরিণতি : ব্যারিস্টার এম এ সালাম কালনী নদীর ভাঙনের কবলে শাল্লা || এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি বাড়ি || ভাঙন রোধের দাবি চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করে পলাতক স্বামী র‌্যাবের হাতে গ্রেফতার জৈন্তাপুরে ১৯ বিজিবি ও সেনাবাহিনীর অভিযানে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় কফি জব্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা হবিগঞ্জে প্রায় ২ হাজার বোতল বিদেশী মদ ও ট্রাক সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ বালাগঞ্জ উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নবীগঞ্জে ৩ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার || পুলিশের মামলায় আসামি ৬ সাংবাদিক সহ ৪-৫ হাজার দিরাই উপজেলা বিএনপির সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু || একজন ওসমানী হাসপাতালে ভর্তি ইতালি পাঠানোর নামে বিয়ানীবাজারে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ হবিগঞ্জে স্কুলছাত্র হত্যামামলায় চোরের ৩ দিনের রিমান্ড || আদালতে আসামির উপর হামলা দিরাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রেফতার মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসীর জামিনে মুক্তির খবরে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করলো ছাত্রজনতা হবিগঞ্জ-সুজাতপুর সড়ক সংস্কার ও দক্ষিণ বানিয়াচং উপজেলা বাস্তবায়ন দাবিতে মানববন্ধন স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি আদায়ে সিলেটে অবস্থান কর্মসূচি পালন

মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদির : বিপ্লবী চেতনার এক স্ফুলিঙ্গের নাম

  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

শাহাব উদ্দিন : আমাদের যৌবনের নায়ক ছিলেন। সুরমা নদীর দক্ষিণ পাড় থেকে উঠে আসা এক বোহেমিয়ান বিপ্লবী আমাদের মনযোগ আকর্ষণ করেছিলেন তার আদর্শিক বলিষ্ঠতা, অমিত তেজ উদ্দামতা দিয়ে। সদ্য স্বাধীন দেশে সমাজ পরিবর্তনের লড়াইকে বুকে ধারণ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে রাজপথে যিনি জীবনের রঙ খুঁজে পেয়েছিলেন, সেই ম আ  মুক্তাদির আমাদের কাছে এক চেতনার নাম। বেদনার নিশ্বাসে উচ্চারিত এক নাম-আজীবন আপসহীন সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদির।
১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর লন্ডনে তার অকাল মৃত্যু ঘটে। ২০তম মৃত্যুবার্ষিকীতে অগ্রজ লোকমান আহমদের (জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি) নির্দেশে লিখবো ভাবছিলাম। ম আ মুকতাদিরের আরেক সতীর্থ বন্ধু সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের পরামর্শে লিখার ভাবনাটি বদলে যায়। আমাদের জানা মতে, সুরমা পাড়ের ম আ মুক্তাদির তার কৈশোরে ঘর থেকে বেরিয়েছিলেন অগ্রজ মুক্তিযোদ্ধা রফিকুল হকের হাত ধরে। এক সময়ের তুখোড় রাজনীতিবিদ রফিকুল হকও আজ জীবনের বেলাভূমিতে। সিদ্ধান্ত হলো, রফিকুল হকের  সাথে আলোচনা করেই লিখাটি সাজাবো। শ্রদ্ধেয় রফিকুল হক আজ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক ও জাসদ নেতা।
রফিকুল হক ম আ মুক্তাদিদের প্রতিবেশী এবং অগ্রজ হওয়ার কারণে ছোটবেলা থেকেই তিনি তাকে সাথে সাথে রাখতেন। রফিকুল হক জানান, ম আ মুক্তাদির কৈশোরেই চঞ্চল ও সাহসী ছিলেন। ফুটবল খেলায় তার পারদর্শিতা ছিল। তিনি যখন ষষ্ঠ শ্রেণির ছাত্র রফিক ভাই একজোড়া বুট কিনে দিয়েছিলেন। রফিকুল হক নিজেও ফুটবল খেলতেন। ম আ মুক্তাদির ফরোয়ার্ডে খুব ভালো খেলতেন। বহু টিমে খেলে সুনাম অর্জন করেন। রাজা জি সি হাই স্কুলের ক্যাপ্টেন হিসেবে রফিক ভাই তখন নেতৃত্ব দিচ্ছিলেন ফুটবল দলের। ৩/৪ বছর জুনিয়র হিসেবে মুক্তাদির ভাইও তার সাথে সাথে ছিলেন। মুক্তাদির ভাই রাজা স্কুলে দাপটের সাথে খেলাধুলা ও লেখাপড়া চালিয়ে যান।
১৯৬৭-৬৮ সালে ‘দেশ ও কৃষ্টি’র আন্দোলনে মুক্তাদির ভাইয়ের সংগ্রামী জীবন শুরু হয়।  ১৯৬৮ সালে তিনি এসএস সি পাশ করলে রফিক ভাই তাকে মদন মোহন কলেজে ভর্তি করান। ম আ মুক্তাদির মদন মোহন কলেজে প্রথম চালু হওয়া বিজ্ঞান শাখায় প্রথম ছাত্র ছিলেন। এ সময়ে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিছুদিন।
রফিক ভাইয়ের সাথে তার উঠাবসা ছিল সব সময়। ১৯৭০ সালে  এইচএসসি পাশ করে এম সি কলেজে ভর্তি হন ম আ মুক্তাদির। ইতোমধ্যে তার রাজনৈতিক দূরদর্শিতা, সংগ্রামী চেতনার কাজকর্ম, পোস্টার ও দেয়ালে লিখন দিয়ে তিনি সকলের মনযোগ আকর্ষণ করতে সক্ষম হন। ‘৬৯ এর গণঅভ্যূত্থান, ‘৭০ সালের নির্বাচনের সময়েও বিভিন্ন মিছিলে সক্রিয় অংশগ্রহণ ছিলো ম আ মুক্তাদিরের ।
রফিকুল হক জানান, ‘৭১ সালের উত্তাল দিনগুলোতে মুক্তাদির ছিলো আমার নিত্যসঙ্গী। ‘৬৯-‘৭০ সালে মদন মোহন কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক হিসেবে নেতাদের সাথে সিলেটের বিভিন্ন জায়াগায় যাই। পথসভা সহ সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের সময় মুক্তাদির ছিলো আমার নিত্য সঙ্গী। ‘৭১ সালের ২৬ মার্চ রেজিস্ট্রার মাঠ থেকে লাঠি মিছিল বের করার কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমি মুক্তাদিরকে সাথে নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ি।
রফিকুল হক বলেন, দক্ষিণ সুরমার নেতা হাজী রশিদ উল্লা, ইসমাইল মিয়া সহ আমরা দাউদপুর, হিলালপুর সহ দক্ষিণ সুরমায় নেতাকর্মীদের সংগঠিত করে রাত ২টায় আমার ঘরে শুয়ে পড়ি। কারণ সকাল ৬টায় উঠে আমাদের বেরিয়ে যেতে হবে। সেই সময় যোগাযোগের অভাবের কারণে শহরে কি হচ্ছে আমরা কিছুই জানতাম না। নেতাদের কথা মতো সকাল ৬টায় বের হয়ে লাঠি মিছিলের কাজে যাচ্ছি। তখন কদমতলী বাসস্ট্যান্ডের দিক থেকে বারী মিয়া দৌড়ে এসে বলেন, এই তোমরা কই যাও। জান না, কারফিউ হয়েছে। মিলিটারি সমস্ত শহর দখল করে আছে। তখন আমি ও মুক্তাদির নেতাদের খোঁজে বের হই।
মানুষ ফজরের নামাজে যাচ্ছে। ঝালোপাড়ার সামনে কিছু চামড়া ব্যবসায়ী ও শ্রমিক নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করি। দেখতে পাই, সার্কিট হাউস থেকে একটি আর্মির জিপ ক্বিনব্রিজে উঠছে। তখন আমরা প্রাণ ভয়ে দৌড়ে এসে তাহির বক্সের বাড়িতে আশ্রয় নেই। যখন বুঝতে পারি, আর্মি আমাদেরকে খুঁজছে, তখন আমরা চৌকির নিচে আশ্রয় নেই। আমাদের অনেক খুঁজেও না পেয়ে লোকজনকে চড়-থাপ্পড় মেরে চলে গেলে আমরা কাপড় বদলে গ্রামের দিকে হেঁটে বের হই। খোজারখলার তরী ভাইর বাড়িতে এসে নেতাদের খুঁজি। তারপর চান্দােয়ে আনা মিয়ার বাড়িতে এসে দেওয়ান ফরিদ গাজী, ইসমত চৌধুরী ও আব্দুল মুনিমকে (তৎকালীন আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক) পাই। সেখানে গাজী সাহেব নির্দেশ দিলেন, মুনিম ভাই, আমি, মুক্তাদির, তিনজন যেন লাতু বর্ডারের আনছার কমান্ডার মছব্বির মিয়াকে নিয়ে বিএসএফের সাথে আলাপ করি। অনুরোধ করি, বর্ডার খুলে দেয়ার ব্যবস্থা করার  জন্য। পাক সেনারা তখন হত্যাযজ্ঞ শুরু করেছে, মানুষ মেরে ফেলছে, নেতার নির্দেশ অনুযায়ী মুনিম ভাইকে নিয়ে যাই। বিএসএফের সাথে আলাপ করে কোনভাবেই বুঝাতে পারলাম না। তারা বললো, এমএনএকে নিয়ে আসার জন্য। পরে আমরা আবার সিলেটে এসে গাজী সাহেব এবং ইসমত ভাইকে নিয়ে ২৮ মার্চ বর্ডারে গিয়ে তাদের পরিচয় (এমএনএ) করিয়ে দেই। সে সময় ম আ মুক্তাদির আমার সার্বক্ষণিক সঙ্গী। বিএসএফ অফিসার সহ তারা করিমগঞ্জে হাই অফিসিয়ালদের সাথে মিটিং করার পর সব বর্ডার খুলে দেয়া হয়। এরপর আমি মুক্তাদিরকে নিয়ে আবার কদমতলীতে ফিরে আসি। মানুষকে সহযোগিতা দিয়ে ভারতে নিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ছিল আমাদের লক্ষ্য।
একাত্তরের যোদ্ধা ম আ মুক্তাদিরের স্মৃতি স্মরণ করে রফিকুল হক বলেন, আমরা যখন জহির বক্সের বাড়িতে থেকে প্রতিরোধের কাজ করছিলাম, তখন পাঞ্জাবিরা আমাদের উপস্থিতি জেনে জহির বক্সের বাড়ি পুড়িয়ে দেয়। আমরা প্রাণভয়ে দৌড়ে পালাই। এদিন থেকে মুক্তাদির ও আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি। তারপর আমি ভারতে গিয়ে নেতাদের সাথে দেখা করে দেরাদুনে বিএলএফ ট্রেনিং নেই। সেখানে মূলত ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে যাওয়া হতো এবং অস্ত্র ট্রেনিং ছাড়াও রাজনীতির ট্রেনিং হতো, যেখানে ক্লাশ নিতেন হাসানুল হক ইনু, শরীফ নূরুল আম্বিয়া,  আ ফ ম মাহাবুবুল হক সহ ছাত্রলীগের বিপ্লবী ধারার নেতৃবৃন্দ। আমরা ট্রেনিং শেষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি । তখন আমাদের আঞ্চলিক প্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা (মরহুম) আখতার আহমদ।
খবর পাই, মুক্তাদির হাফলংয়ে ট্রেনিং নিয়ে ৪নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর নেতৃত্বে আটগ্রাম ব্রিজ, শেওয়া, জামালপুর, মোগলাবাজার সহ বিভিন্ন জায়াগায় দুর্দান্ত সাহসিকতার সাথে যুদ্ধ করছে। দীর্ঘ নয় মাস জীবনবাজি রাখা যুদ্ধে স্বাধীনতার সূর্য উদয়ের পূর্ব মুহুর্তে ১১ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জের দিক থেকে ম আ মুক্তাদিরকে ১০/১৫ জনের দল নিয়ে শহর অভিমুখে আসতে দেখি। দীর্ঘ নয়মাস পর ম আ মুক্তাদিরকে দেখে তখন চেনা দায়। মুখভর্তি দাড়ি, লম্বা চুল। আমরা আবার একসাথে হয়ে সিলেট শহর এবং এ অঞ্চলে পাক হানাদার ও তাদের দোসরদের নিশ্চিহ্ন করার প্রয়াস নেই। ১৬ ডিসেম্বর আমরা বিজয়ের পতাকা উড়াই। এ ছিল অবিস্মরণীয় দিন।
এ পর্যন্ত স্মরণ করে রফিকুল হক থামেন। বলেন, ম আ মুক্তাদির সহ আমরা জানতাম পতাকা উঠালেই দেশ স্বাধীন হয়না। ১৬ ডিসেম্বর পরবর্তী অপারেশন ছিল ঘাতকদের নির্মূল করার। ম আ মুক্তাদির সে সময় ঘাতক, শান্তিবাহিনী আর রাজাকারদের কাছে এক আতঙ্কের নাম।
ম আ মুক্তাদিরকে এ কাজটি তখন করতে দেয়া হয়নি। কিছুদিন পরই টের পাওয়া গেলো ঘাতকদের নির্মূল না করার পরিনাম-বলে আবার থামলেন রফিকুল হক।
পরের ইতিহাস ম আ মুক্তাদিরের ক্রমাগত লড়ে যাওয়ার ইতিহাস। প্রাক যৌবনে মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নেয়া মুক্তাদির তখন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার এ লড়াইয়ে তখনকার কুয়াশা ঢাকা রাজনৈতিক বাস্তবতায় স্বপ্ন বিলাসী ম আ মুক্তাদির জনতার মুক্তির লড়াইয়ে নিজেকে বিলিয়ে দেন। আমি সহ আমরা সবাই আখতার আহমদের নেতৃত্বে জাসদ রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। সময়ের ব্যবধানে জাসদ রাজনীতির বিভক্তির কারণে ম আ মুক্তাদির বাসদ রাজনীতির সাথে জড়িয়ে যান। সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই সে বাসদ কেন্দ্রীয় নেতৃত্বের অংশীদার হন।
তার এ লড়াই আমৃত্যু থামেনি। জনতার সাথে থেকেই লন্ডনে তার অকাল মৃত্যু ঘটে হার্ট এাটাকে। তার মৃত্যুর পর অনেক সতীর্থ, সহযোদ্ধাদের বিলাপ শোনা গিয়েছিল। দেশে-বিদেশে বিচ্ছিন্ন হয়ে পড়া এসব সতীর্থ, সহযোদ্ধারা তাদের নিত্যদিনের লড়াইয়ের চেতনায় ম আ মুক্তাদিরকে লালন করলেও তাকে নিয়ে প্রকাশ্য কোন চর্চা ম্রিয়মান ছিল না।
২০১৬ সালে দেশে গিয়ে অকালে হারিয়ে যাওয়া বিপ্লবী ম আ মুক্তাদিরের স্মৃতি রক্ষায় আমি ম আ মুক্তাদির ট্রাস্ট গঠন করি। সুরমা পাড়ের শান্ত সবুজ মাঠে প্রায় হারিয়ে যাওয়া কবর চিহ্নিত করে তাতে ফলক লাগানো হয়েছে। স্মৃতি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মহান বিপ্লবী ম আ মুক্তাদিরের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা। তাকে নিয়ে চর্চা করা, তাকে স্মরণ করা আমাদের স্বার্থেই প্রয়োজন বলে আমরা মনে করেছি। রাজনীতির আজকের ধ্বসে পড়া বাস্তবতায় ম আ মুক্তাদির আমাদের কাজে দেদীপ্যমান হয়ে উঠেন। নীতি আর আদর্শের জন্য ব্যক্তিগত লোভ লালাসা ত্যাগ করে ন্যায় ভিত্তিক সমাজের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য সর্বস্ব দেয়া বিপ্লবী ম আ মুক্তাদিরের স্মৃতি রক্ষায় এগিয়ে এসেছেন, সহযোগিতা করছেন তার সতীর্থ, শুভানুধ্যায়ী, অনুরাগী, স্বজনরা। ট্রাস্ট গঠন করা হয়েছে। আহবায়ক  ডা মইনুল ইসলাম, সদস্যরা হচ্ছেন, রফিকুল হক, লোকমান আহমদ, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, আব্দুল মান্নান, সাব্বির আহমেদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও মহসীন আলী চুন্নু। উদ্যোগে সম্পৃক্ত হয়েছেন দেশ-বিদেশের অনেকেই।
যে স্বপ্নচারী মানুষটি নিজের জীবন দিয়ে গেছেন অকাতরে, তার স্মৃতি রক্ষার্থেও এগিয়ে এসেছেন সমাজ নিয়ে ভাবিত অগ্রসর মানুষের এক ঝাঁক প্রতিনিধি। আমাদের যৌবনের স্বপ্নচারী ম আ মুক্তাদিরের স্মৃতি রক্ষার এ উদ্যোগের সাথে সমাজ সচেতন অগ্রসরজন এগিয়ে আসবেন, আরো সম্পৃক্ত হবেন, এ আমার বিনীত প্রত্যাশা।
১৪ সেপ্টেম্বর আসে, যায় বছরের পর বছর। ২০টি বছর চলে গেছে। ম আ মুক্তাদিরের নামে নিত্যদিন যে বেদনার হাহাকার উঠে, তা বয়ে বেড়াচ্ছি। যে লড়াইয়ে তার হাত ধরে নেমেছিলাম, লড়াইতো আজো থামেনি। ভিন্ন বাস্তবতায়, অসাম্যের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামতো চলমান। এ চলমান লড়াইয়ে আদর্শবোধ জাগ্রত রেখে টিকে থাকার শিক্ষা দিয়েছিলেন ম আ মুক্তাদির। তার ২০তম মৃত্যুদিবসে স্মৃতির প্রতি রক্তিম অভিবাদন।

শাহাব উদ্দিন : যুক্তরাষ্ট্র প্রবাসী, সাবেক ছাত্রনেতা, মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি,
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এবং ট্রাস্টি, ম আ মুক্তাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest