মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা কমান্ডের সাবেক কমান্ডার বাদশা মিয়ার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে আহত হয়েছিলেন।
তারা তার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুক্তিযোদ্ধা মো বাদশা মিয়ার মৃত্যুতে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply