নিজস্ব প্রতিবেদক : সর্বক্ষেত্রে নির্ধারিত মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবিতে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর জিন্দবাজারে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এরশাদ আলী। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের জেলা সভাপতি সালাউদ্দিন পারভেজ। সাধারণ সম্পাদক জবরুল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য আবু তাহের, জেলা সভাপতি আব্দুল কাদের, সহ সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও তোফায়েল আহমদ রাজু।
Leave a Reply