মৌলভীবাজার প্রতিনিধি : বঙ্গবন্ধু ঘোষিত সরকারি চাকরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচলিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনের প্রতিবাদে মৌলভীবাজারে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা সভা ও স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কান্তি দেব, রিমন আহমদ ও মাধবী দাশ।
প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply