এনা, নিউইয়র্ক : মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজী আরিফের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সোমবার নিউইয়র্ক সময় রাত সাড়ে ১১টায় অ্যামিরাটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে।
শনিবার নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে তার কন্যা অনুশুয়া, দুই বোন বেলা, লীনা এবং তার অনুরাগী সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে কর্তব্যরত ডাক্তার কাজী আরিফের লাইফ সাপোর্ট খুলে নেন। এর সাথে সাথে জীবনাবসান ঘটে বর্ণাঢ্য জীবনের অধিকারী এই কৃতি পুরুষের। এ সময়ে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও কনসাল জেনারেল শামীম আহসান।
তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাজী আরিফ নিউইয়র্কের ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করে যান, ঢাকার উত্তরায় মায়ের করবের পাশে যেন তাকে সমাহিত করা হয়।
ভাইবোনদের মধ্যে কাজী আরিফ ছিলেন বাবা-মার চার সন্তানের মধ্যে বড়। তার ছোট কাজী আসিফ লসএঞ্জলেসে বসবাস করেন।
কাজী আরিফের মৃত্যু সংবাদে প্রবাস কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। অনেকেই ছুটে যান হাসপাতালে এবং জ্যামাইকা মুসলিম সেন্টারে। সেখানেই বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, ডেপুটি কন্সাল জেনারেল সাহেদুল ইসলাম, ঠিকানার প্রেসিডেন্ট ও সিওও সাঈদ- উর-রব, নাট্যাভিনেতা জামাল উদ্দিন হোসেন, মিথুন আহমেদ, ওবায়দুল্লাহ মামুন, আকবর হায়দার কিরণ, ড ফারুক আজম, ড বাতেন, আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
কাজী আরিফকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
Leave a Reply