নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে এক প্রয়াত মুক্তিযোদ্ধার সম্মানীভাতা আত্মসাতের অভিযোগে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, প্রয়াত মুক্তিযোদ্ধা সৈয়দ তছির আহমদের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাহেনা বেগম ও দ্বিতীয় পক্ষের দ্বিতীয় ছেলে সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন এবং তাদের সহযোগী সমসুন নেহার ও শারমিনা আক্তার শিমলি।
বিমান বন্দর থানা পুলিশ জানায়, একটি মামলার গ্রেফতারি পরোয়ানায় তাদেরকে গ্রেফতার করা হয়। তবে মামলার আপর আসামি সাহেনা বেগমের দ্বিতীয় পক্ষের ছেলে নাঈম আজাদ টিপু পলাতক রয়েছেন।
বনকলাপাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সৈয়দ তছির আহমদ তার দুই স্ত্রী ও দুই পক্ষের ১০ সন্তান রেখে ১৯৯১ সালের ১৬ এপ্রিল মারা গেলে তার সমুদয় সম্পত্তি স্ত্রী-সন্তানদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। এরপর তার দ্বিতীয় স্ত্রী সাহেনা বেগম বিয়ে করেন বিদ্যুৎ বিভাগে কর্মরত কামাল নামের এক ব্যক্তিকে। এই পক্ষে তার এক ছেলের জন্ম হয়। তার নাম নাঈম আজাদ টিপু; কিন্তু তিনি সকল ক্ষেত্রে তার পিতার নাম সৈয়দ তছির আহমদ বলে উল্লেখ করতে থাকেন।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় মুক্তিযোদ্ধা সৈয়দ তছির আহমদের প্রথম পক্ষের প্রথম ছেলে সৈয়দ আবুল কালাম আজাদ এ বছরের ৫ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি অভিযোগ করেন, অন্য আসামিদের সাথে যোগসাজশে সৈয়দ তছির আহমদের সম্মানীভাতা উত্তোলনের জন্যে দাখিল করা নথিপত্রে নাঈম আজাদ টিপু নিজের পিতা কামালের নাম গোপন রেখে নিজেকে মুক্তিযোদ্ধা সৈয়দ তছির আহমদের সন্তান বলে উল্লেখ করেছেন।
বিমানবন্দর থানার এসআই চন্দ্র শেখর চাকমা এ ব্যাপারে তদন্ত শেষে ৩০ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতারের আগে আসামিরা বাদিকে নানা ধরনের হুমকি দেয় বলে অভিযোগ করে সৈয়দ আবুল কালাম আজাদ ৯ মে বিমানবন্দর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন।
Leave a Reply