আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার মহানগরীর চৌহাট্টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার মো আব্দুল খালিক, সাংগঠনিক কমান্ডার চিত্ত রঞ্জন দেব, প্রচার কমান্ডার নজমুল হোসেন, নীলকান্ত সিংহ, ননী গোপাল দাস, দিপঙ্কর চক্রবর্তী, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সুকময় সূত্রধর, রজনীকান্ত দাস, পরিতোষ দাস, মৃণাল কান্তি দে, মোহাম্মদ খান, অনিক তালুকদার, হারুনুর রশিদ, গৌরাঙ্গ দে প্রীতি, কুসুম চৌধুরী, কৃষ্ণ কান্ত দাস, অহিন্দ্র চৌধুরী, অনিল চন্দ্র দাস, রাকেশ সরকার, মুক্তেশ্বর পাল, সন্তান কমান্ড নেতা এন এ ময়না, সিফত আলী, জাবেদ হোসেন ময়না, মুরাদ আহমদ, অমিতাভ শর্মা, মুক্তিযোদ্ধার স্ত্রী শিপ্রা রানী দাস, চুনু চৌধুরী প্রমুখ।
Leave a Reply