নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপহার সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার বিশ্বনাথ উপজেলা সদরে ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে ৬৫ জন মুক্তিযোদ্ধাকে উপহার হিসেবে নগদ অর্থ ও কাপড় দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
Leave a Reply