সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট হারুন হাবিব বলেছেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। মহান মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিরোধিতা করেছিল তারা আলবদর-রাজাকার। বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না। যুদ্ধাপরাধীর বিচার চলছে, চলবে।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মহানগরীর ধোপাদিঘিরপারে নিজস্ব কার্যালয়ে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংগঠনের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে এবং মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু ও অ্যাডভোকেট সাইফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য রুচি হাবিব। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply