নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে প্রথম মুক্তাঞ্চল হিসেবে সিলেটের জকিগঞ্জের স্বীকৃতির দাবি নিয়ে এবার উপজেলার প্রবাসীরা সামনে এসেছেন।
রবিবার দুপুরে সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেলনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এ বছরের মধ্যে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল ঘোষণা করা না হলে প্রয়োজনে দেশে ও বিদেশে আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, একাত্তরের ২১ নভেম্বর জকিগঞ্জ পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। প্রশাসনিক কার্যক্রমও শুরু হয়েছিল তখন। অথচ স্বাধীনতার ৫১ বছর পরেও দেশের প্রথম মুক্তাঞ্চলের স্বীকৃতি পায়নি এ উপজেলা। প্রতি বছর ২১ নভেম্বর জকিগঞ্জ মুক্ত দিবস উদযাপন সহ এই স্বীকৃতি আদায়ের জন্য উপজেলাবাসী দেশে-বিদেশে দীর্ঘদিন থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে গত বছরের ২০ নভেম্বর লন্ডনের আলতাব আলী পার্কে সমাবেশও করে।
তিনি জানান, জকিগঞ্জবাসীর এ দাবি বাস্তবায়নের জন্য তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। দাবি-দাওয়া পাঠানো হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় প্রমাণপত্রও জমা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক বৃহত্তর সিলেটের কৃতিসন্তান জহুরুল ইসলামকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
সংবাদ সম্মেলনের শুরুতে এর প্রেক্ষাপট তুলে ধরেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরী। এছাড়াও কথা বলেন সহসভাপতি আব্দুল হালিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী।
Leave a Reply