উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মাহবুবুর রব সাদী আর নেই।
রবিবার দিনগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার জীবনাবসান হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)।
জাতির এই সূর্যসন্তানের বয়স হয়েছিল ৭৫ বছর। অসুস্থতা নিয়ে ৩ দিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হলে তাকে আইসিইউতে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দেওয়ান মাহবুবুর রব সাদীর মরদেহ সোমবার নিয়ে আসা হয় জন্মস্থান নবীগঞ্জে। বিকেল ৩টায় নবীগঞ্জ জে কে সরকারি বিদ্যালয় মাঠে প্রথম ও বিকাল সাড়ে ৪টায় দিনারপুর সাতাইহাল ফুটবল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার শোকাহত মানুষ এতে অংশ নেন। পরে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
তার মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।
১৯৪৫ সালের ১০ই মে নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন দেওয়ান মাহবুবুর রব সাদী। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
দেওয়ান মাহবুবুর রব সাদী ১৯৭১ সালে শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালে ৪ নম্বর সেক্টরের জালালপুর সাব সেক্টর কমান্ডার নিযুক্ত হন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
Leave a Reply