সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
তিনি আরো বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে জানাতে হবে নাহলে আমাদের সন্তানরা পথ হারাবে।
শনিবার সকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে এবং আখালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল আক্তার ও জিয়াউল হক জিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড মো কবির হোসেন। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড নারায়ন সাহা, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিন, এফআইভিডিবির কর্মসূচি পরিচালক জাহিদ হোসেন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য পদ প্রার্থী এটিএম হাসান জেবুল রাখেন।
Leave a Reply