সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ বলেছেন, পড়ালেখা করে অনেক বড় হওয়া যায়। এমনকি অর্থ ছড়িয়ে অনেক ধরনের উপাধিও অর্জন করা যায়; কিন্তু মুক্তিযোদ্ধা হওয়া যাবেনা। মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিয্দ্ধু করতে হয়। বাঙালির জীবনে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে। আর হবেনা। তাই এ জাতির ইতিহাসে একাত্তরই হচ্ছে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। এই গৌরবগাথা নতুন প্রজন্মকে জানাতে হবে।
তিনি আরো বলেছেন, বাংলাদেশের প্রতি ধূলিকণায় ইতিহাস মিশে আছে। এই ইতিহাস সংগ্রহ করতে উদ্যোগ প্রয়োজন-প্রয়োজন উদ্যমী তরুণ-যুবক। এই উদ্যমী মানুষ গড়তেই হৃদয়ে ৭১ নামের সংগঠনটি কাজ করে যাচ্ছে।
শুক্রবার রাতে মহানগরীর শাহজালাল উপশহরে হৃদয়ে ৭১ এর ৪৬তম পাঠচক্রে তিনি প্রধান আলোচকের বক্তব্য রাখছিলেন।
হৃদয়ে ৭১ এর সাপ্তাহিক পাঠচক্রের সমন্বয়ক রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও মহাপরিচালক ইব্রাহীম আহমদ জেসির পরিচালনায় তাজুল মোহাম্মদের ‘সিলেটের যুদ্ধকথা’ বই থেকে পাঠ করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফি। পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাঠচক্রের প্রস্তাবক জামিল আহমদ চৌধুরী, মহানগর যুগ্ম আহবায়ক আফসার আহমদ, সাজ্জাদ আহমদ, আবু আলা মোহাম্মদ প্রিন্স, নাইম আহমদ, মোহাম্মদ সালেহ আহমদ, চৌধুরী নাইম দাউদ কোরাইশী, নাজির আহমদ, মোহাম্মদ খসরুজ্জামান প্রমুখ।
Leave a Reply