মো শাহজাহান মিয়া, কার্ডিফ : সুস্থ সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের অঙ্গীকার নিয়ে ইউকে বিডি টিভির যাত্রা শুরু হয়েছে।
১৪ জুলাই ভার্চুয়াল উদ্বোধনীর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় অনলাইন চ্যানেলটির।
যুক্তরাজ্যের কার্ডিফ শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মাওলানা কাজী ফয়জুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর ইউকে বিডি টিভির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, অমর একুশের গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী।
ইউকে বিডি টিভি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আলম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আশেক উন নবী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, এম এ রহিম সিআইপি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বিসিএর সভাপতি এম এ মুনিম, প্রবাস বাংলা টিভির চেয়ারম্যান গোলাম রব্বানী, ইউকে বিডি টিভির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম অকিব, কামরুল ইসলাম, শাহ শাফি কাদির, হেলেন ইসলাম, নূরুল ইসলাম, সাংবাদিক মো শাহজাহান মিয়া ও টেকনিক্যাল ডাইরেক্টর শাহ নেওয়াজ সুমন।
শুভেচ্ছা জানান, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক উর্মি মাজহার, গিয়াস আহমদ, মুনিরা পারভিন, সুহান আহমেদ টুটুল, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, রুহুল আমীন রুহেল, জামাল খান, সৈয়দ সাদেক আহমেদ, আব্দুল মোহিত আফজাল, হারুনুর রশীদ, এম এ কাইয়ুম তালুকদার, জয়নাল ইসলাম, আব্দুর রউফ তালুকদার, রাধাকান্ত ধর, খালেদ চৌধুরী, ছায়ফুল আলম লেমন ও মনিরুজ্জামান শাহীন।
Leave a Reply