প্রখ্যাত আইনজীবী ও উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি তবারক হোসেইন বলেছেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ফিরিয়ে আনতে সংস্কৃতিকর্মীদেরই নেতৃত্ব দিতে হবে।
তিনি আরো বলেছেন, শ্রমজীবী-মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সাংস্কৃতিক জাগরণে উদীচী ধ্রুবতারার মতো দিকনির্দেশকের কাজ করছে। একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও প্রগতিকামী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ৪৮ বছর ধরে নিরন্তর সংগ্রাম করছে সকল প্রকার অশুভশক্তির বিরুদ্ধে। শোষণমুক্তির পথে কাজ করতে গিয়ে কোন বাধার সামনে দমে যায়নি। এখন বজ্রকঠিন শপথে সাংস্কৃতিক হাতিয়ার নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়তে হবে।
বৃহস্পতিবার বিকেলে মহনগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তপ্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষোড়শ জেলা সম্মেলন উদ্বোধন করে তিনি এ সব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেট্রেপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মো সালেহ উদ্দিন বলেন, শোষণ-নিপীড়ন থেকে মুক্তির আন্দোলন শতাব্দিকাল ধরে চলছে এবং রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি সাংস্কৃতিক সংগ্রাম হাত ধরাধরি করে চলেছে।
তিনি বলেন, রাষ্ট্রের শ্রেণিচরিত্র গণমানুষের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ না হলে আমরা মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা ভাবতে পারি না।
তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করে বৃহত্তর গণমানুষের মুক্তি আসতে পারে না।
ড মো সালেহ উদ্দিন বলেন, মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে সাম্যের বাণীকে ধারণ করে সমাজ ও রাষ্ট্র দর্শনে সংস্কৃতিময়তাকে ছড়িয়ে দিতে হবে।
উদীচী সিলেটের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ব্যারিস্টার মো আরশ আলী, কথাসাহিত্যিক জাকির তালুকদার ও উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ-সংগঠন বিভাগের সম্পাদক ইকবালুল হক খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু ও উদীচী ফেঞ্চুগঞ্জ শাখার সহ সভাপতি মুফতিউল ইসলাম চৌধুরী।
সন্ধ্যার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনূষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে স্তবক আবৃত্তি চর্চাকেন্দ্র। নৃত্য পরিবেশন করে শিল্পাঙ্গন। গণসংগীত পরিবেশন করে উদীচী লাক্কাতুরা চা বাগান শাখা ও উদীচী সিলেট। সবশেষে ছিল উদীচী সিলেটের নাটক ‘ঘামের ফোটায় আগুন’। সম্মেলন উপলক্ষে স্মারক ‘পিলসুজ’ প্রকাশিত হয়।
আলোচনাসভা পরিচালনা করেন উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ফাহমিদা এলাহী বৃষ্টি ও সুদীপা দাশগুপ্তা স্বর্ণা।
Leave a Reply