জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মিছিল থেকে ‘তুমি কে আমি কে-রাজাকার রাজাকার’ ও ‘আমরা সবাই রাজাকার’ তথা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে তারা বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী এমন স্লোগান কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার আদর্শ পরিত্যাগ করে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করার অধিকার কারও নেই।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কোমলমতি শিক্ষার্থীদেরকে সামনে রেখে যেমন আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়কে অপমান করছে তেমনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
Leave a Reply