সিলেটে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো বইপড়া উৎসবের। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার গভীর প্রত্যয়ে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এ উপলক্ষে পরিণত হয় শিক্ষার্থী ও অভিভাবক সহ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষের মিলনমেলায়, যা একাত্তরের স্বপ্ন পূরণের আশার প্রদীপ প্রজ্জ্বলিত করে।
জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর আয়োজিত বইপড়া উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা ও আয়োজক সংগঠনের মুখ্য সঞ্চালক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, আরেক উদ্যোক্তা সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। জান্নাতুল নাজনীন আশার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংবাদিক ইকরামুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, প্রভাষক মাসুম বিল্লাহ, মবরুর আহমদ সাজু, প্রভাষক সুমন রায় ও শিক্ষার্থী ফারজানা আহমদ।
প্রধান অতিথি সেলিনা হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো ত্যাগ ও গৌরবের ইতিহাস পৃথিবীর আর কোন জাতির নেই। মুক্তিযুদ্ধের গল্পের কোন শেষ নেই। একাত্তরের গল্প আসলে শেষ হয় না।
সেলিনা হোসেন আরো বলেন, মুক্তিযোদ্ধাদের দ্রোহ, সংগ্রাম ও বীরত্ব গাথা আমাদের অনন্তকাল পথ দেখাবে। আজকের এই তরুণ প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান করতে হবে। তাদেরকে ফিরে যেতে হবে আমাদের গৌরববময় আখ্যানে। আর সে লক্ষ্যে বই পড়া অত্যন্ত তাৎপর্যময়। সে দিক বিবেচনায় মুক্তিযুদ্ধের ইতিহাস অনুশীলনে এই বইপড়া উৎসবের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, একাত্তরের সংগ্রাম আমাদের জাতীয় চেতনার মূল মন্ত্র। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠারও চেষ্টা থাকতে হবে। সে জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার কোন বিকল্প নেই।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে এ বছরের নির্বাচিত গ্রন্থ সেলিনা হোসেনের ‘গল্পটা শেষ হয় না’ এবং সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ তুলে দেয়া হয়।
Leave a Reply