নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার গান শুনতেন তন্ময় হয়ে, যিনি দরাজ কণ্ঠে গান গেয়ে উজ্জীবিত করতেন বাংলাদেশের মানুষকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে, যাকে ‘স্বাধীনতা পদক’ ও ‘একুশে পদক’ দিয়ে গর্ববোধ করে বাঙালি জাতি, সেই শিল্পী সংগ্রামী মোহাম্মদ আব্দুল জব্বার আর নেই। প্রিয় দেশ ও প্রিয় মানুষদের ছেড়ে ৭৮ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠ সৈনিকের জীবনাবসান হয়।
কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার বাংলাদেশের সংগীত জগতে অবিস্মরণীয় নাম। বেতার, টেলিভিশন ও চলচিত্র-সবখানেই ছিল তার আধিপত্য। কণ্ঠের মাধুর্য, সংগীতের প্রতি আন্তরিকতা আর সাধনায় নিষ্ঠা তাকে অনেক উপরে নিয়ে গেছে। জীবনের শেষপ্রান্তে এসেও তিনি সেই অবস্থান ধরে রেখেছিলেন।
অনেকদিন ধরেই নানা রোগে ভুগছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার। প্রায় ৪ মাস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে; কিন্তু শেষপর্যন্ত মহান মুক্তিযুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে মৃত্যুর কাছে হার মানতে হলো।
মোহাম্মদ আব্দুল জব্বারের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ামাত্র গোটা দেশ শোকের চাদরে আচ্ছাদিত হয়ে যায়। প্রিয় এই কণ্ঠশিল্পীকে শেষবার দেখতে ছুটে যান সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাসায়। বৃহস্পতিবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে নেয়া হবে কেন্দ্রীয় শহীদমিনারে। অতঃপর তিনি প্রিয় স্বদেশের বুকে চিরশয্যা গ্রহণ করবেন।
মোহাম্মদ আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply