নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সহ বিভিন্ন অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল আহমদ তাপাদারকে অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড জুলিয়া মঈন স্বাক্ষরিত আদেশে তাকে অপসারণ করা হয়। তবে এ আদেশটি বৃহস্পতিবার বিকেলে ইকবাল আহমদ তাপাদারের হাতে পৌঁছে।
ইকবাল আহমদ তাপাদারের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি নাশকতার নির্দেশ দেয়া এবং সরকারি গাড়ি ব্যক্তিগত ও দলীয় কাজে ব্যবহার। এ ব্যাপারে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার তদন্ত করে প্রতিবেদন দেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
ইকবাল আহমদ তাপাদার অপসারণের কথা স্বীকার করে জানান, তাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে। এ ব্যাপারে তিনি আদালতে যাবেন।
এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে গৃহীত একটি ফৌজদারি মামলার অভিযোগপত্রে নাম থাকায় ইকবাল আহমদ তাপাদারকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে তিনি পদ ফিরে পান।
Leave a Reply