লন্ডন প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতার সাতই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এই ভাষণের পর দেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। গ্রামেগঞ্জে শুরু হয় প্রশিক্ষণ। বিভিন্ন স্থানে পাকিস্তান সেনা বাহিনীর সাথে যুদ্ধও শুরু হয়ে যায়।
শুক্রবার লন্ডনে চতুর্থ বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বেশি। একটি প্রশিক্ষিত সেনা বাহিনীর সাথে মাত্র একটি ত্রি-নট-ত্রি রাইফেল নিয়ে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী। আসলে বঙ্গবন্ধুর অমরবাণীই তাদের মনোবল ছিল।
তিনি বলেন, একটি মহল বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
আসাদুজ্জামান নূর বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুকে জানতে হবে।
রেডব্রিজ টাউন হলে প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু বইমেলার অন্যতম আয়োজক সাংবাদিক বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সুলতান মাহমুদ শরীফ, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টারের সভাপতি ও বইমেলার আয়োজক আনোয়ারুজ্জামান চৌধুরী, অন্যতম্য আয়োজক প্রশান্ত বড়ুয়া, বাংলাদেশ থেকে আগত প্রকাশ মাজহারুল ইসলাম ও কামরুল হাসান। অন্যতম আয়োজক জামাল খান সমাপনী বক্তব্য রাখেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বইমেলা চলবে ১৯ মার্চ পর্যন্ত। এবছর মোলার শেষ দিন এক হাজার কপি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিনামুল্যে বিতরণ করা হবে।
Leave a Reply