নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সর্বশেষ নির্বাচনী সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
এ সময় মহানগরীর কোর্ট পয়েন্ট ও আশেপাশের এলাকা থেকে অন্ততঃ ৫০ জন নেতাকর্মী ও সাধারণ পথচারীকে পুলিশ আটক করে বলে বিএনপি দাবি করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর কোর্ট পয়েন্টে খন্দকার আব্দুল মুক্তাদিরের সর্বশেষ নির্বাচনী সমাবেশ হবার কথা ছিল; কিন্তু তা করতে না পেরে তাকে ফিরে যেতে হয়।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে আম্বরখানা এলাকায় খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো ১০ জন নেতাকর্মীকে আটক করে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগের এই জুলুম আল্লাহ সহ্য করবেনা। ৩০ তারিখ ‘ধানের শীষ’ প্রতীকে সিলেটবাসী তাদের গণরায় ব্যক্ত করে এই অন্যায়-অবিচারের জবাব দেবেন।
তিনি বলেন, কোন ধরনের উস্কানি ছাড়াই তার প্রধান নির্বাচনী কার্যালয় তল্লাশির নামে পুলিশ-বিজিবি তাণ্ডব চালায়। এছাড়া কোর্ট পয়েন্টে পূর্ব নির্ধারিত শেষ নির্বাচনী সভা পণ্ড করে সেখান থেকে প্রায় ২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। তার সাথেও পুলিশ খুব বাজে আচরণ করেছে।
Leave a Reply