সুনামগঞ্জ প্রতিনিধি : পাকিস্তানি হানাদার মুক্তদিবস উপলক্ষে সুনামগঞ্জবাসী শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করেছেন।
বুধবার সকাল ৭টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার ডলুরা মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী কমিশনার বিশ্বজিৎ দেবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ আজাদ ডন, বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, অ্যাডভোকেট আলী আমজদ, মতিউর রহমান ও মোজাজিদ হোসেন।
Leave a Reply