জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে মিয়ানমারের রোহিঙ্গা হত্যা, নির্যাতন ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
দলের জেলা সভাপতি শায়খ জিয়া উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, শামসুদ্দিন, মাওলানা আব্দুস সালাম রাশেদী, মহানগর সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, মুফতি খন্দকার হারুনুর রশীদ, মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, শামসুল ইসলাম, গোলাম আম্বিয়া কয়েস, সৈয়দ সালিম কাসেমী, রোটারিয়ান মোহাম্মদ আলী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মাহমুদুল হাসান, এম বেলাল আহমদ চৌধুরী, হাফিজ ফরহাদ আহমদ প্রমুখ।
শায়খ জিয়া উদ্দিন অসহায় নির্যাতিত মুসলমানদের আশ্রয় দেয়ার ও বিশ্ববাসীকে মানবিক দায়িত্বে মিয়ানমারের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
Leave a Reply