মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ও আন্তর্জাতিক আদালতে এ সকল হত্যার বিচারের দাবিতে সিলেট সদর উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার ধোপাগুল বাজার শহীদমিনারের সামনে এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দ জয়নাল আহমদ। বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো দিলোয়ার হোসেন, সদস্য নাজিম উদ্দিন ইমরান, এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সৈয়দ মসউদ রহমান মতিন, মোহাম্মদ আজমল আলী, ধোপাগুল সদর পরিবহণ মালিক সমিতির সভাপতি মুহিবুর রহমান সোলেমান, ইকুইপমেন্ট সমিতির সভাপতি নাসির উদ্দিন, ব্যবসায়ী সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি ফখরুল ইসলাম সোহাগ, খাদিমনগর যুব কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সম্পাদক আবু সাঈদ শাহিন ও আব্দুল মালিক। পরিচালনায় ছিলেন যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন।
Leave a Reply